জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় পানিতে পড়ে আপন ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পদ্মা সেতুতে চলল পাথরভর্তি ট্রেন
নিহত ২ শিশুরা হলো- শ্রী সম্পদ কুমার (৭) ও মহা রানী (৫)। শিশু ২ টি সদর উপজেলা সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী এলাকার শ্রী দয়াল চন্দ্র বর্মনের সন্তান।
দয়াল চন্দ্র জানান, সকালে আমি ও আমার স্ত্রী মাঠে কাজ করতে যাই। সঙ্গে আমাদের বাচ্চা ২ টিকেও নিয়ে যাই। আমরা কাজ করছিলাম। বাচ্চা ২ টি খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে খুজে না পেয়ে এক পর্যায়ে পুকুরে খুঁজে পাই। ২ জনই পুকুরে মরে ভেসেছিল। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: টিআই বদলিতে ঝালকাঠির জনমনে স্বস্তি
রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এএ