খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সারাদেশ

খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে বার বার হয়রানির অভিযোগ এনে খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার বিদ্বেষমূলক ক্ষতিপূরণ মামলা করেছে মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মামলার আসামিরা হলেন, ব্যাংকটির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, খুলনা কর্পোরেট শাখার সাবেক মহাব্যবস্থাপক (রিকোভারি ও আইন বিভাগ) হাবিবুল্লাহ, সাবেক উপ-মহাব্যবস্থাপক (আইন বিভাগ) আ. হক ভূঁইয়া ও উপ-মহাব্যবস্থাপক গোলাম মাহবুব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির, যুগ্ম পরিচালক আ. হামিদ ও উপ-পরিচালক মো. মকবুল হোসেন এবং অর্থ মন্ত্রণালয় ও সাধারণ বিমা কর্পোরেশনের সাবেক উপ-সচিব আ. আজিজ।

গত ১৩ আগস্ট মানি সুইট হিসেবে যুগ্ম জেলা জজ নুসরাত জেবিনের ১ম আদালতে মামলাটি করেন সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন চৌধুরী ও পরিচালক নুরুল আলম চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. হারুন আর রশীদ জানান, সোমবার (২৪ আগস্ট) শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর লিখিত জবাব দিতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের আগে বিভিন্ন সময়ে সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষি ব্যাংকের খুলনা কর্পোরেট শাখা থেকে ৯ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নেয়। পরবর্তীতে ঋণ শোধ করতে না পারায় কৃষি ব্যাংক ২০০১ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খুলনার অর্থ আদালতে অর্থঋণ মামলা করে ২১ কোটি ৫৬ লাখ টাকা দাবি করে। এই মামলায় কৃষি ব্যাংকের পক্ষে ডিক্রি জারি হয়। ২০০৩ সালে কৃষি ব্যাংক একই আদালতে অর্থজারি মামলা করে। সেটি ২০০৯ সালে নিষ্পত্তি হয়।

সে সময় মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আদালতের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা ব্যাংককে দিয়ে ব্যাংক থেকে তাদের বন্ধকি সম্পত্তি ছাড়িয়ে নেয়। এরপর ২০১৫ সালে কৃষি ব্যাংক ফের ২০০৩ সালের অর্থজারি মামলাটি পুনরুজ্জীবিত করে, যেটি ২০১৬ সালে আদালত খারিজ করে দেন। আবার ২০১৭ সালে কৃষি ব্যাংক ফের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানি মামলা করলে একই বছর সেটিও খারিজ করে দেন আদালত।

সর্বশেষ, ২০১৮ সালে কৃষি ব্যাংক দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ১৬ কোটি টাকার আত্মসাৎ মামলা করলে সেটিও গত বছর খারিজ করে দেন আদালত।

আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বিষয়ে একের পর এক মামলা করে পরাজিত হওয়ার পরও কৃষি ব্যাংক ফের ১৬ কোটি টাকা দাবি করে ২০১৯ সালে চিঠি ইস্যু করে। এরই প্রেক্ষিতে বারবার হয়রানির শিকার হচ্ছে, এমন অভিযোগ তুলে কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা