খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সারাদেশ

খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে বার বার হয়রানির অভিযোগ এনে খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার বিদ্বেষমূলক ক্ষতিপূরণ মামলা করেছে মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মামলার আসামিরা হলেন, ব্যাংকটির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, খুলনা কর্পোরেট শাখার সাবেক মহাব্যবস্থাপক (রিকোভারি ও আইন বিভাগ) হাবিবুল্লাহ, সাবেক উপ-মহাব্যবস্থাপক (আইন বিভাগ) আ. হক ভূঁইয়া ও উপ-মহাব্যবস্থাপক গোলাম মাহবুব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির, যুগ্ম পরিচালক আ. হামিদ ও উপ-পরিচালক মো. মকবুল হোসেন এবং অর্থ মন্ত্রণালয় ও সাধারণ বিমা কর্পোরেশনের সাবেক উপ-সচিব আ. আজিজ।

গত ১৩ আগস্ট মানি সুইট হিসেবে যুগ্ম জেলা জজ নুসরাত জেবিনের ১ম আদালতে মামলাটি করেন সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন চৌধুরী ও পরিচালক নুরুল আলম চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. হারুন আর রশীদ জানান, সোমবার (২৪ আগস্ট) শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর লিখিত জবাব দিতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের আগে বিভিন্ন সময়ে সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষি ব্যাংকের খুলনা কর্পোরেট শাখা থেকে ৯ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নেয়। পরবর্তীতে ঋণ শোধ করতে না পারায় কৃষি ব্যাংক ২০০১ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খুলনার অর্থ আদালতে অর্থঋণ মামলা করে ২১ কোটি ৫৬ লাখ টাকা দাবি করে। এই মামলায় কৃষি ব্যাংকের পক্ষে ডিক্রি জারি হয়। ২০০৩ সালে কৃষি ব্যাংক একই আদালতে অর্থজারি মামলা করে। সেটি ২০০৯ সালে নিষ্পত্তি হয়।

সে সময় মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আদালতের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা ব্যাংককে দিয়ে ব্যাংক থেকে তাদের বন্ধকি সম্পত্তি ছাড়িয়ে নেয়। এরপর ২০১৫ সালে কৃষি ব্যাংক ফের ২০০৩ সালের অর্থজারি মামলাটি পুনরুজ্জীবিত করে, যেটি ২০১৬ সালে আদালত খারিজ করে দেন। আবার ২০১৭ সালে কৃষি ব্যাংক ফের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানি মামলা করলে একই বছর সেটিও খারিজ করে দেন আদালত।

সর্বশেষ, ২০১৮ সালে কৃষি ব্যাংক দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ১৬ কোটি টাকার আত্মসাৎ মামলা করলে সেটিও গত বছর খারিজ করে দেন আদালত।

আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বিষয়ে একের পর এক মামলা করে পরাজিত হওয়ার পরও কৃষি ব্যাংক ফের ১৬ কোটি টাকা দাবি করে ২০১৯ সালে চিঠি ইস্যু করে। এরই প্রেক্ষিতে বারবার হয়রানির শিকার হচ্ছে, এমন অভিযোগ তুলে কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এলেন, সফরের কর্মসূচী 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে আজ শন...

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করতে...

জীবন থেকে কলম: বিভুরঞ্জনের অসমাপ্ত গল্প

বিভুরঞ্জনকে আমি তার শৈশবকাল থেকেই চিনি। আমাদের বামপন্থী আন্দোলনের একটি শক্তিশ...

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়া...

সংবিধানে পিআর পদ্ধতি নেই, সংবিধানের বাইরে যেতে পারি না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক পদ্ধতি...

ইসরায়েলি হামলা বাড়ছে, গাজায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় নতুন করে আরও অন্তত...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা