কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে পূবালী ব্যাংক লিমিটেড ৪৯৮ তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে পৌর শহরের কেরামত উল্যাহ সুপার মার্কেটে এ শাখার উদ্বোধন হয়।
আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
পূবালী ব্যাংক লিমিটেড উলিপুর শাখার ব্যবস্থাপক শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান, সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, দিনাজপুর শাখার শাখা ব্যবস্থাপক বদরুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বিশিষ্ট ব্যবসায়ী মফিজল হক জর্দা, শাহীনুর আলমগীর, সাবেক ব্যাংক কর্মকর্তা নওয়াব আলী, আফজাল হোসেন প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীরা ও পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            