সারাদেশ

করোনায় জোন ভাগ হলে বাংলাদেশের অবস্থা

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনায় বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত শনাক্ত প্রায় ৬০ হাজার করোনা আক্রান্তের ৫০ ভাগই রাজধানীতে। বিভাগের মধ্যে বেশি প্রায় ২০ ভাগ আক্রান্তই ঢাকায়, সবচেয়ে কম বরিশালে। ৫০ জনের কম আক্রান্ত জেলার সংখ্যা ১১ আর ৫০০ থেকে ২ হাজারের বেশি আছে এমন জেলা অন্তত ৮টি।

করোনার এমন বাজে পরিস্থিতিতে জোন হিসেবে এলাকা ভাগ করার সিদ্ধান্তকে দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা দ্রুত বাস্তবায়নের আশাবাদ প্রশাসনের।

দেশে ৮ মার্চ শনাক্ত হবার পর ক্রমেই বাংলাদেশে আগ্রাসী ভূমিকায় এই করোনাভাইরাস। দিন বাড়ার সাথে বেড়েছে পরীক্ষা, বাড়ছে শনাক্তের সংখ্যা। মারা যাবার তালিকা হাজারের কাছাকাছি।

এমন পরিস্থিতিতে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনুপাতে দেশের এলাকাগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার।

পরিসংখ্যান বলছে, দেশের মোট আক্রান্তের প্রায় ৫০ ভাগই রাজধানীতে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তও ঢাকায়। সর্বোচ্চ নারায়ণগঞ্জে, সবচেয়ে কম টাঙ্গাইল। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। জেলায় এখন পর্যন্ত শনাক্ত আড়াই হাজারেরও বেশি।

করোনাকালের প্রথমদিকে শনাক্তহীন থাকা বান্দরবান ও খাগড়াছড়িতে এখন পর্যন্ত আক্রান্ত ৪০। চার জেলার বিভাগ সিলেটে হাজারের নিচে রয়েছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রায় ৫০০ শনাক্ত বিভাগীয় শহর সিলেটে।

রংপুর বিভাগের ৮ জেলায় শনাক্ত হয়েছেন করোনা রোগী। মোট সংখ্যা হাজারেরও বেশি। সর্বোচ্চ রংপুর জেলায়, কম আক্রান্ত লালমনিরহাটে। সে তুলনায় খুলনায় আক্রান্তের হার কম। ১০ জেলার এ বিভাগে আক্রান্ত ৭০০। গড়ে একশ’রও কম শনাক্ত প্রতিটি জেলায়।

ছোট বিভাগ হলেও ময়মনসিংহে শনাক্তের হার বেশি। একশ’রও নিচে শেরপুর জেলায় কিন্তু বাকি তিন জেলার মধ্যে ময়মনসিংহে প্রায় ৫০০-সহ মোট সংখ্যা হাজারের বেশি। ৮ বিভাগের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত হয়েছে বরিশালে। বিভাগীয় জেলা ছাড়া বাকি সবগুলোতে শনাক্তের সংখ্যা এক ‘র নিচে আছে এখনও।

উত্তরের বিভাগ রাজশাহীতেও হানা দিয়েছে কোভিড ১৯। তবে এখানে ব্যতিক্রম হল বিভাগীয় শহরের তুলনায় বগুড়া জেলায় শনাক্ত বেশি। রাজশাহীতে ১০০-এর নিচে থাকলেও অন্তত ৩টি জেলায় দুইশ’ ছুঁইছুঁই।

জোন ভাগ হলে কেমন চেহারা হবে বাংলাদেশের? পুরোটাই লাল হবে, না হলুদ থাকবে কিছু। গ্রিন জোন ঘোষণার কোন অবস্থায় কি আছে? স্বাস্থ্য অধিদফতর বলছে, জোন প্রক্রিয়ায় করোনা মোকাবেলায় সুবিধা পাবে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, কার্যকর পন্থা বাস্তবায়ন করতে না পারলে লাল জোন কখনোই সবুজ হবে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা