সারাদেশ

সিএনজিচালিত চোর চক্রের ৬ সদস্যকে আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় চুরি হয়ে যাওয়া সাতটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) র‍্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানিয়েছন, চোর চক্রের সদস্যরা নতুন ব্রিজ থেকে কয়েকটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চাঁন্দগাঁও এলাকার দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। এ সময় র‍্যাব চেকপোস্টের দিকে আসা কয়েকটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু চালকরা অটোরিকশা না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে ছয়জনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে চোরাই সাতটি অটোরিকশা জব্দ করা হয়। আটক চোর চক্রের সদস্যরা হলেন, মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫), মো. আব্দুর রশিদ (৩১) মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭) ও মো. আব্দুল গফুর (৪৮)।

নুরুল আবছার আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। পরে চুরি করা অটোরিকশায় নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা