সারাদেশ

জুয়ার টাকা না পেয়ে পরিবারের সবাইকে কুপিয়ে জখম

চট্টগ্রাম ব্যূরো : জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রী, বাবা, ভাই, ভাবী, ভাতিজা-ভাতিজিসহ পরিবারের সবাইকে কুপিয়ে জখম করেছে বিদেশ ফেরত যুবক মোরশেদ (৩০)। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৯ মার্চ) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের ফিরোজ আহম্মেদের বাড়িতে ঘটে এই ঘটনা। তবে ঘটনার পর থেকে মোরশেদ পলাতক রয়েছে বলে জানান রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপ-পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠনো হয়েছে। মোরশেদ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা চিকিৎসাধীন থাকায় কেউ এখনো থানায় যোগাযোগ করতে পারেনি।

রাউজান থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মোরশেদের মা-বাবা ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় দুবাই থেকে দেশে ফেরত আসেন মোরশেদ। এসে আর্থিক সংকটে পড়ে। জুয়ার নেশাও ছিল তার। পরিবারের সদস্যদের কাছে টাকা চাইলেও কেউ না দেওয়ায় সে দা দিয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে।

এতে তার বাবা শামসুল আলম (৪৫), স্ত্রী এনি (২০), বড় ভাই রাশেদ (৩৫), রাশেদের স্ত্রী তানজু বেগম (২৬), ভাতিজা-ভাতিজি ও তার মা আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বাশি বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো পুরোপুরি জানিনা। হয়তো পারিবারিক কলহের জের ধরে ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে পায়নি পুলিশ। আমি জেনেছি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/আইকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা