সারাদেশ

খুলনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু, মা ও কাকা আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার বটিয়াঘাটা এলাকা হতে জশ মন্ডল (৫) নামে এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী শিশুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

শিশু জশ মন্ডল খুলনা বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত মন্ডলের একমাত্র সন্তান। অমিত মন্ডল পুলিশ সদস্য হিসেবে ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে চাকরি করেন। এ ঘটনায় শিশুটির কাকা অনুপ মন্ডল ও তার মা অনুশ্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত মন্ডল পুলিশ বাহিনীতে ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে চাকুরী করেন। সঙ্গে থাকেন স্ত্রী তনুশ্রী মন্ডল ও একমাত্র পুত্র সন্তান জশ। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশুপুত্র জশ ফুলতলা গ্রামে বেড়াতে আসেন। সোমবার সকালে তনুশ্রী ফোনে এলোমেলো কথা শুনে তার মা জোনাকি মহলদার হালিয়া থেকে সকাল ৯টার সময় মেয়ের বাড়িতে। এসময় কন্যাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তনুশ্রীর পুত্র জশকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় জশ এর কাকা অনুপ মন্ডল পাশে বসে ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার মৃত ঘোষনা করেন ।

শিশুটির দীদা জোনাকি মহলদার বলেন, অনুপ মন্ডলসহ তার পরিবারের সদস্যরা আমার নাতী জশকে হত্যা করেছে, তারা আমার কন্যাকেও হত্যা করতে চেয়েছিলো। ইতিপূর্বে অনুপ মন্ডল আমার কন্যাকে একাধিকবার কু-প্রস্তাব ও ঝাপটে ধরেছে,এমনকি হত্যার চেষ্টাও করেছে।

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটির মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে প্রেরন করা হয়েছে। তার গলায় একটি ক্ষতচিহ্ন রয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। এ ঘটনায় শিশু জশ মন্ডলের মা অনুশ্রী ও তার কাকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা