মুন্সীগঞ্জ পৌরসভায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। জানা গেছে, গণকপাড়া এলাকায় পঞ্চসার ইউনিয়নের সীমানা ঘেঁষা ব্রিটিশ আমলের খালটি স্থানীয় একাধিক প্রভাবশালী নিজেদের মালিকানা দাবি করছেন এবং ভরাটের জন্য বাঁশের বেড়া নির্মাণের চিত্র ফুটে উঠেছে।
এই খাল দিয়ে মুন্সীগঞ্জ জেলা শহরের কোটগাঁও, মানিকপুর ও মালপাড়া এলাকার বৃষ্টি ও ড্রেনেজের পানি নিষ্কাশন হয়। তবে ওই এলাকার প্রভাবশালীরা দাবি করছেন, খালের জায়গায় তাদের মালিকানাধীন জমি রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম গণকপাড়ার মোতালেব মিয়ার বাড়ির দক্ষিণ ও পূর্ব অংশে খালের ওপর বেড়া নির্মাণের সত্যতা পাওয়া গেছে। শ্রমিকরা বাঁশ ও জিআই তার ব্যবহার করে বেড়া নির্মাণ করছেন।
শ্রমিকরা জানান, “আমরা কাজের মানুষ, যারা কাজ করাচ্ছেন তাদের সঙ্গে কথা বলুন। এ ছাড়া আমাদের বলার কিছু নেই।”
একাধিক স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ খালটিতে বাপ-দাদা আমলে নৌকা দিয়ে এখনকার পৌর শহরে চলাচল করা হতো। এই খাল দিয়ে নয়াগাঁও হয়ে ধলেশ্বরী নদীতে যাওয়া যেত। আর দক্ষিণে রনছেরপুল হয়ে কাটাখালী বাজারে নৌকায় যাওয়া যেত। কালের পরিবর্তনে খালটি তার জৌলুস হারিয়ে ফেলেছে।
তারা আরও জানান, এর আগেও এই এলাকার আলু গবেষণা কেন্দ্রের দক্ষিণ পাশ দখল করা হয়েছিল। এখন আবার গণকপাড়া পশ্চিম এলাকায় স্থানীয় প্রভাবশালী তপু মোল্লা গংরা খালসংলগ্ন জমি ক্রয় করে, খাল দখলের জন্য বেড়া দিচ্ছেন।
এ ঘটনায় মো. তপু মোল্লা বলেন, “আমরা এ জায়গাটি ক্রয়সূত্রে মালিক হয়েছি। এটা সরকারি খাল বা জলধারা নয়। এখন আমরা ভরাট করবো। আমাদের কিছু অংশ ছেড়েও কাজ করছি।”
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, “আমরা খাল ভরাটের খবর পেয়েছি। আমরা ওই স্থান মেপে সীমানা নির্ধারণ করে পিলার নির্মাণ করে দেবো।”
সাননিউজ/আরপি