মুন্সীগঞ্জে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি আলোচিত বাবু মিজি (৩০) এর শাস্তির দাবিতে স্থানীয় জনতা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী স্বাক্ষরিত স্বারকলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর প্রদান করেন।
এর আগে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর ও পশ্চিম দেওভোগ এলাকাবাসীর ব্যানারে শতাধিক নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের সামনে জড়ো হন। এবং মানববন্ধন চলাকালীন শিউলি বেগম এসে হুমকি প্রদান করে— এখানে যারা এসেছেন তাদের দেখে নেবেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা বিএনপি সাবেক সদস্য মো. গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবু মাদক ও হত্যার একাধিক মামলার আসামি। তিনি একাধিক মামলা চলাকালীন গ্রেফতার হলে আবার জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রিতে লিপ্ত হন। যেহেতু আটক আছেন, তিনি যেন জামিনে আর বের হতে না পারেন— প্রশাসনের কাছে আকুল আবেদন রইল। এছাড়াও এলাকায় যারা এখনও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করেন।
একাধিক এলাকাবাসী জানান, বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এবং বাবুর পরিবারের অন্যান্য সদস্যদের আটকের আহ্বান জানান। আরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
এদিকে, ওই এলাকায় বাবু মিজি কারাগারে থাকা অবস্থায় আরও একাধিক মাদক কারবারি সৃষ্টি হয়েছে। তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বিকেলে হত্যা, মাদক, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি বাবু মিজিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর থেকে বাবু মিজি এখন জেলহাজতে রয়েছেন। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈখর এলাকার মৃত আফিজ উদ্দিন সরকারের ছেলে।
সাননিউজ/আরপি