রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

বালুর চাতালের পানিতে জলাবদ্ধতা, শতাধিক মানুষের দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ায় বালুর চাতালের কারণে জমে থাকা পানিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় ১৮ থেকে ২০টি পরিবারের শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে চলাচলের রাস্তাঘাট, এমনকি টয়লেট ও রান্নাঘর পর্যন্ত পানিতে ডুবে আছে।

স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপজেলা সভাপতি জগোদিশ সরকার মালিকানাধীন বালুর চাতাল থেকে পানি আশপাশে ছড়িয়ে পড়ছে। ফলে বর্ষার শুরুতেই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যা। পানিতে হাঁটুপানিতে ডুবে থাকে উঠান। মশা আর গন্ধে থাকা দায়। এখন তো শিশুদের ডায়রিয়া পর্যন্ত শুরু হয়েছে।”

তারা আরও জানান, রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তিদের চাতাল হওয়ায় সরাসরি প্রতিবাদ করার সাহস পান না অনেকেই। দিনের পর দিন পানিবন্দি অবস্থায় থেকে স্বাস্থ্যঝুঁকি ও দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে নাভিশ্বাস।

এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জগোদিশ সরকার বলেন, “আমার চাতাল থেকে কোনো সমস্যা হয়নি। বরং সরোয়ার মোল্লা আমাদের জমি দখল করে চাতাল করেছেন, যেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই।”

অন্যদিকে, শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা বলেন, “আমার চাতালে মাঝে মাঝে বালু রাখা হয়। সেখান থেকে পানি জমে না। বরং জগোদিশ সরকার প্রতিদিন ৫-৭টি বলগেট বালু নামায়। তার চাতালের পানিতেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছে।”

বিষয়টি নিয়ে কথা বললে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি। দুই পক্ষের বালুর চাতালের কারণে স্থানীয়দের দুর্ভোগ হচ্ছে। আমি তাদের স্পষ্ট বলে দিয়েছি—অন্যদের দুর্ভোগ সৃষ্টি করে কোনো ব্যবসা চলবে না। চাতাল মালিকদের পানি দ্রুত নিষ্কাশনের নির্দেশ দিয়েছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পুরো পাড়া পানিতে তলিয়ে যাবে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন। তারা দ্রুত স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা