ছবি: সংগৃহীত, প্রতীকী
সারাদেশ

অবৈধ বালু উত্তোলন বন্ধে পাঁচ দপ্তরে আইনি নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রাজাপুর ও রাণীদিয়া গ্রামের দুই বাসিন্দা—মো. দেলোয়ার হোসেন ও মো. জজ আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার আহমেদ মঙ্গলবার (২৭ মে) এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই এলাকায় বালু দস্যুরা দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার ফলে নদীর তীরবর্তী জনপদ নদীভাঙনসহ পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে। এতে করে রাজাপুরসহ পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর ইউনিয়নের অন্তত ১৬টি গ্রামের প্রায় এক লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলার ইউএনও এবং অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

নোটিশ প্রদানকারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার আহমেদ বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে যেভাবে নদী থেকে বালু তোলা হচ্ছে, তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, নদী যথাযথ ড্রেজিং না করা হলে পলি জমতে জমতে নদীর বুকে চর পড়ে গেলে ঢেউয়ের তোড়ে দুই পাড়ে ভাঙন শুরু হয়। এ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে জরিপ করিয়ে এই এলাকায় নদী খননের ব্যবস্থা করা হয়েছে। এখন বালু উত্তোলনে জড়িত পক্ষের সঙ্গে অপর পক্ষের ঝামেলার কারণে বালু উত্তোলনের ব্যাপারে আপত্তি তোলা হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, বালু উত্তোলনে জড়িত পক্ষের সঙ্গে অন্য একটি পক্ষের বনিবনা না হওয়ায় তারা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে যে, ড্রেজিংয়ের কারণে বিভিন্ন গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে। মূলত গ্রামগুলো থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। তবে বালু উত্তোলনে আদৌ কোনো অনিয়ম করা হচ্ছে কীনা সেটি আমরা তদন্ত করে দেখবো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলে মাদকচক্রবিরোধী অভিযানে ৪ পুলিশসহ ১১৯ জন নিহত

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে এক বড় পুলিশি অভিযানে...

২০৩৪ সালের ট্রিলিয়ন ডলারের লক্ষ্য অর্জনে নারীই চালিকাশক্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের দৃষ্টিভঙ্গি স...

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয়

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য...

‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু

জামায়াত ও বিএনপি কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জা...

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা