কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ
জমি সংক্রান্ত বিরোধ

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে ফিল্মিস্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। নিহত ইসমাইল উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।

ওসি ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে এই জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তা এখন পর্যন্ত চলমান।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা নিহত ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে নবীল হোসেন পালোয়ান নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে নিহত ইসমাইল তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীল হোসেন পালোয়ানের বড় ছেলে সুফল হোসেন বাগবিতণ্ডায় ঝড়ায়। বাগবিতণ্ডায় একপর্যায়ে অতর্কিত হামলা চালায় । এ সময় অভিযুক্তদের আঘাতে নিহত ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোলজার হোসেন পালোয়ান কালীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে আছেন। পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ জানান, তিনি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ করেছেন। কিন্তু কোন পক্ষই সমাধানে পৌছেনি। যদিও নিহত পরিবার জমিটির ব্যপারে উপজেলা ভূমি অফিসে মিস কেস করে। পরে ভূমি অফিস কাগজপত্র যাচাই বাছাই করে নিহতদের পক্ষে রায় দেন। এ বিষয়টি অভিযুক্ত পরিবার মেনে নিতে না পেরে তাদের উপর হামলা করে। ঘটনায় ইসমাইল প্রাণ হারায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থ...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কু...

ডাকসু নির্বাচনে যে পরিকল্পনাতে এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো

গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র স...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

শাকিবের আসন্ন সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়

সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ক্রিয়েটিভ ল...

উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কু...

৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে

প্রস্তাবিত ৩০০ আসন নিয়ে ১০ অগাস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ র...

বুবলীর চমক, অন্য রকম জীবন

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা