জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।
আরও পড়ুন : ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকের হেলপার পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আরিফ হোসেন ও নিহত ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জয়পুরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে হেলপার নিহত হন। গুরুতর আহতাবস্থায় পুলিশ ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালকের মৃত্যু হয়। ঘটনার সময় রেলগেটে কোনো গেটম্যান ছিল না।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            