জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরিও উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচলের ৫নং সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচল ৫নং সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, রোববার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            