জেলা প্রতিনিধি: ২ ঘণ্টা বন্ধের পরে সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।
রোববার (২০ অক্টোবর) সকাল (৬টা-৮টা) পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো।
আরও পড়ুন: লাগবে না নতুন ভোটারের আঙুলের ছাপ
ফেরি ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর রাত সাড়ে ৪টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। এরপর সকাল ৬টার পর থেকে কুয়াশা আরও ঘন হলে ফেরি চলাচলের জন্য এই চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
এ সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ৩টি ফেরি। এর ২ ঘণ্টা পর সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ জানান, ঘন কুয়াশা অল্প সময় থাকাতে আমরা সকাল ৮টায় ফেরি চলাচল শুরু করেছি।
সান নিউজ/এমএইচ