জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়ার উপজেলায় বাড়িতে রাখা টিসিবির পণ্যসহ পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে আটক করেছে যৌথবাহিনী। এ সকল পণ্যের মধ্যে রয়েছে ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও সয়াবিন তেল ৭২ লিটার।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
আটক নেতা, উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা ও পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ জানান, সারাদেশে দরিদ্রদের কাছে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। তবে প্রভাব খাটিয়ে এ সকল পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপির এই নেতা। এরপর গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর একটি টিম। এ সময় তার বাড়িতে থাকা টিসিবির ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও সয়াবিন তেল ৭২ লিটার পাওয়ার পর তাকে আটক করা হয়। এর পরে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাপে কামড় নিহত ১
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে তিনি থানায় আটক রয়েছেন। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ