দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলা নির্বাচনে রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন অনলাইনের মাধ্যমে এবং সরাসরি রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন: আ’লীগের শান্তি সমাবেশ শুক্রবার
আগামী ২১ মে দৌলতখান উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সকাল ১০ টার পর প্রার্থীরা নিজ নিজ পছন্দের জায়গায় মিলাদ ও দোয়ার মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দেন।
দৌলতখানের সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী চরখলিফা মাদ্রাসা মাঠে বিশাল প্যান্ডেল করে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সমর্থকদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেন।
আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার মানুষের উপস্থিতি ও বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাদেগণও উক্ত মিলাদে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বিএনপির প্রতি জনগণের ঘৃণা রয়েছে
এছাড়া দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান দৌলতখান আওয়ামী লীগ অফিসের সামনে প্যান্ডেল করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেন।
আনোয়ার হোসেন জাহাঙ্গীর দৌলতখান উত্তর মাথায় ও আনিসুর রহমান বাবুল মধ্য বাজারে দোয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।
আরও পড়ুন: কাতারের আমির ঢাকায় পৌঁছেছেন
সাবেক উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আনোয়ার হোসেন সেলিম, আনোয়ারুল ইসলাম, আ. অদুদ হাওলাদার ও অনিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আইনুন নাহার রেনু, শিউলি আক্তার, বিবি ফাতেমা ও কহিনুর ওবায়েদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সান নিউজ/এনজে