জাতীয়

রোহিঙ্গাদের ফেরত না নিলে সহযোগিতা স্থগিত: জার্মানি

নিজস্ব প্রতিবেদক:

নিজ দেশে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে নিরাপদে ফিরিয়া না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানি। সম্প্রতি ঢাকা সফরে আসেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার। দুদিনের এই সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যান।

সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। এসময় রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে জার্মানির উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার। সূত্র ঢাকাস্থ জার্মান দূতাবাস ফেসবুক ।

২৫ ফেব্রুয়ারি জার্মান উন্নয়ন মন্ত্রী ঢাকা সফরে আসেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করেন।

এরপর তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। এছাড়া তিনি পোশাকশিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

ঢাকার জার্মান দূতাবাস জানায়, জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার ২৬ ফেব্রুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নিলে ততদিন পর্যন্ত মিয়ানমারের সঙ্গে জার্মানির যাবতীয় উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন।

ড. গ্রেড মুলার দু’দিন সফর শেষে ২৬ ফেব্রুয়ারি বুধবারই ঢাকা ত্যাগ করেন।

মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হত্যা-নির্যাতনের মুখে ২০১৮ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী কয়েক মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা নারী-পুরুষ, শিশু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকে আরও চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছিল। সব মিলিয়ে ১২ লাখের মতো রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের সঙ্গে ওয়াদা করলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। নানা টালবাহানার পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে মিথ্যাচারও করে যাচ্ছে মিয়ানমার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

হেলমেট-মাক্স ঢেকে নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জে হেলমেট-মাস্কে মুখ ঢেকে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম...

গুপ্ত সংগঠন কর্তৃক পরিবেশ বিনষ্ঠের প্রতিবাদে বিক্ষোভ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক...

বাঁশ ও বেত শিল্পে ধ্বস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্...

তপু ও ধলা পাহাড়ের হৃদয়স্পর্শী সম্পর্ক

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) মাজারের দিঘিতে থাকা কুমিরের সম্পর্কে। ম...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা