নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে রেজাউল করিম (৩৪) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার বাসযাত্রী। নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার জাগি সুটি বাড়ি গ্রামের বাসিন্দা।
বুধবার (১৩ জানুয়ারি) রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেরামত আলী। তিনি জানান, মঙ্গলবার রাতে মিথিলা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করে। বুধবার সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে আসা ভাই ভাই পরিবহনের ট্রাক ওভারটেক করার সময় ওই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানেই মিথিলা কোচের সুপার ভাইজার রেজাউল করিম মারা যান। এ সময় চার যাত্রী আহত হয়েছেন।
সান নিউজ/এইচআর/কেটি
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.