জাতীয়

মেয়রের দায়িত্ব নিলেন আতিক, শনিবার তাপস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএন‌সি‌সি) নির্বাচ‌নে জয় লাভ করে দ্বিতীয়বারের মতো আজ মেয়রের দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম আতিক। আর আগামী শ‌নিবার দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথমবারের মত মেয়রের চেয়ারে বস‌তে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস।

দুই সি‌টি‌তেই আওয়ামী লী‌গের নৌকা প্রতীক নি‌য়ে জয় লাভ করেছেন তারা। গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে মেয়র হি‌সে‌বে শপথ নেন এ দুই জনপ্রতি‌নি‌ধি।

বুধবার দুপুর ১২ টায় দায়িত্ব নেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এরপরই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন ভার্চুয়াল মাধ্যমে।

আর ১৬ মে শ‌নিবার দুপুরের দিকে দায়িত্ব নেবেন দক্ষিণের মেয়র শেখ তাপস। ক‌রোনা ভাইরাসের কার‌ণে পৃথকভাবে দুই মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয়ে তেমন কোন আনুষ্ঠানিকতা করা হচ্ছেনা।

‌সি‌টি ক‌র্পোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দা‌য়িত্ব নি‌তে পা‌রেন না। আইনগত জ‌টিলতার কার‌ণে দুই সি‌টি‌র দা‌য়িত্ব বন্টন হ‌তে সময়ক্ষেপণ হ‌য়ে‌ছে।

আরেক আইনে র‌য়ে‌ছে, করপোরেশনের মেয়াদ সে‌টি গঠিত হবার পর সে‌টির প্রথম সভা অনুষ্ঠিত হবার তারিখ থেকে পাঁচ বৎসর হবে। সে হি‌সে‌বে ডিএসসিসির চলমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। ২০১৫ সালের ১৬ মে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রথম বোর্ড সভা হয়। ওই দিনই দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস।

এদি‌কে মহামারি ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভা‌ব এবং ডেঙ্গু কালীন সম‌য়ে দুই সি‌টি‌তে দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন নগর‌পিতারা। এছাড়া নির্বাচনী ইস‌তেহা‌রের চ্যা‌লেঞ্জ তো র‌য়ে‌ছেই।

নিজেকে প্রস্তুত করতে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন দ‌ক্ষি‌ণের নির্বা‌চিত মেয়র শেখ ফজ‌লে নূর তাপস। অনুষ্ঠেয় ডিএসসিসি নির্বাচনের আগে জনগণকে দেয়া তার নির্বাচনী ইসতেহারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে চুড়ান্ত পরিকল্পনা প্রণয়নের কাজ করছেন। এরই মধ্যে কর্মপরিকল্পনা নিয়ে স্টাডি শুরু করেছেন তিনি।

এ প্রস‌ঙ্গে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার জানান, বিশ্ব মহামারির পরিবর্ধিত পরিস্থিতিতে আগামী ১৬ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরবাসীর সেবা দানের জন্য তার নির্বাচনী ইসতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোসহ বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়টি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছেন। এসব বিষয় নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি তার কার্যাবলী শুরু করবেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ডিএসসিসি নির্বাচন। সেই নির্বাচনে ভোটারদের সমর্থন নিয়ে মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন। নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে ঐতিহ্য রক্ষা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসনের ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুত দেন। বিভিন্ন নির্বাচনী সভায় তিনি জোরালোভাবে এই পাঁচ প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র-মিশর-কাতার-তুরস্ক  

বন্দি বিনিময় সম্পন্ন, ট্রাম্প বললেন -“মধ্যপ্...

এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বাছাই না করলে এ...

গভীর সমুদ্র মৎস্য ও ফল রপ্তানিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের

বিশ্ব খাদ্য ফোরামে ইউনূসের সঙ্গে বৈঠকে কু দোংইউ বলেন “সহায়তা অব্যাহত থা...

আ. লীগের মিছিলে গেলেই পাচ্ছে ৫ হাজার টাকা

প্রায়ই রাজধানীসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাক...

সায়েন্স ল্যাবে ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন শিক্ষার্থীরা

শিক্ষক হেনস্তার প্রতিবাদে ও কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় সেন্ট্রাল ইউনিভার্সিটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা