খেলা

মুশফিকের খুলনাকে হারিয়ে শীর্ষে ঢাকা

সান নিউজ ডেস্ক: সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে লড়াই করেও দলকে জেতাতে পারলেন না মুশফিক। ঝড়ো হাফসেঞ্চুরিতে মাত্র ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন মুশফিক। তবুও জেতাতে পারলেন না খুলনা টাইগার্সকে। শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরেছে মুশফিকরা। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

আসিফ আলীর ১৩ বলে অপরাজিত ৩৯ রানে ২০ ওভারে ঢাকা ৪ উইকেট হারিয়ে করে ১৭২ রান। কঠিন লক্ষ্যে মুশফিক লড়াই চালালেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ২০ ওভারে খুলনা করতে পারে ৮ উইকেটে ১৬০ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা উদ্বোধনী জুটি থেকে পায় ৪৫ রান। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ২৩ বলে ২৫ রান করে ঢাকার প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মোহাম্মদ আমিরের আঘাতের পর শফিউল ইসলাম তুলে নেন আরেক ওপেনার এনামুল হকের (১৫) উইকেট। খানিক পর আমিনুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ১ রানে আউট মেহেদী হাসান।

৬২ রানে ৩ উইকেট হারানো ঢাকাকে টেনে তোলেন মুমিনুল হক ও আরিফুল হক। ধৈর্যশীল ব্যাটিংয়ে দলের স্কোর বাড়িয়ে নেন তারা। চতুর্থ উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। ৩৬ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রান করা মুমিনুলের আউটের সময় ঢাকার রান ১৫০ পর্যন্ত যায় কিনা, সেটাই ছিল সংশয়। যদিও আসিফ আলীর ঝড়ে শুধু দেড়শ ছাড়ালো না, ঢাকার রান পৌঁছে যায় ১৭২-এ।

পাকিস্তানি ব্যাটসম্যান আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন। মাত্র ১৩ বলে খেলেন হার না মানা ৩৯ রানের ইনিংস। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ২ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে আরিফুল ৩০ বলে ৩ চার ও ১ ছয়ে অপরাজিত ছিলেন ৩৭ রানে।

মোহাম্মদ আমির ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার শফিউল ইসলাম ও আমিনুল ইসলামের।

খুলনার ওপেনিংয়ে ছিল চমক। মেহেদী হাসান মিরাজ আগে থেকেই ছিলেন ওপেনারের ভূমিকায়, এই ম্যাচে তার সঙ্গী লেগ স্পিনার আমিনুল। বয়সভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডারের ভূমিকায় খেললেও আন্তর্জাতিক ক্রিকেট তার শুরু হয়েছে শুধুই বোলার হিসেবে। খুলনা অধিনায়ক মুশফিকের বাজি অবশ্য কাজে আসেনি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন আমিনুল। কিছুক্ষণ পর ফিরে যান মিরাজও (১৫)। শামসুর রহমান (৩) ও রাইলি রুশো (১৮) তাদের পথে হাঁটলে ৪৪ রানে ৪ উইকেট হারায় খুলনা।

ওই জায়গা থেকে নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে লড়াই করেছেন মুশফিক। নাজিবউল্লাহ ২৯ বলে ৩১ রান করে ফিরলেও মুশফিক আশা বাঁচিয়ে রেখেছিলেন খুলনার। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করেও অবশ্য দলকে জয়ের গন্তব্যে নিতে পারেননি। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

ঢাকার সবচেয়ে সফর বোলার হাসান মাহমুদ। ২০ বছর বয়সী পেসার ৪ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি মুর্তজা, শাদাব খান ও থিসারা পেরেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশা হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা