নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করেছে র্যাব-১। অভিযানে তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি বিট কয়েন একাউন্ট উদ্ধার করা হয়।
আটক আসামির ব্যাংক একাউন্ট পর্যালোচনা করে গত ১ মাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আটক রায়হান বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। তার এ প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সান নিউজ/এসএ
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.