জাতীয়

বর্জ্য পলিথিন দিয়ে তৈরি হচ্ছে জ্বালানী তেল

আসাফুর রহমান কাজল, খুলনা:
পলিথিন এবং প্লাষ্টিক পরিবেশের জন্য হুমকি। যা মাটিতে থাকলে মাটির গুনাগুণ নষ্ট করে। আবার আগুনে পোড়ালে ক্ষতিকর অতিরিক্ত কার্বন তৈরি করে, নষ্ট করে পরিবেশের ভারসাম্য। সেই পলিথিন বর্জ্য এবং প্লাষ্টিক এখন সম্পদে পরিণত করছেন স্বল্পশিক্ষিত মোঃ সোহাগ হাওলাদার।

ইজিবাইকের মিস্ত্রি সোহাগ হাওলাদার তার প্রতিভাকে কাজে লাগিয়ে নষ্ট, পড়ে থাকা পলিথিন, প্লাষ্টিকের বোতল টিনের ড্রামে ঢুকিয়ে আগুনের তাপ দিয়ে গলিয়ে তৈরি করেছেন জ্বালানি তেল (পেট্্েরাল, ডিজেল, বিটুমিন), জ্বালানী গ্যাস এবং কালি। তাঁর এই উদ্ভাবন এলাকাজুড়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে। ছোট বেলা থেকে খুলনার দক্ষিণ টুটপাড়া (হিন্দু স্কুল মোড়) ২ নং ক্রস রোড এলাকায় বসবাস তাঁর। কাজ করতেন স্থানীয় জোড়াকল বাজারে চায়ের দোকানে। সঙ্গে বিদেশী অর্থায়নে পরিচালিত একটি স্কুল ইউসেপে চলতে থাকে পড়ালেখা। এ স্কুলের কারিগরি বিভাগে ১৮ ব্যাচের স্টুডেন্ট ছিল সোহাগ। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতা তাকে বাধ্য করে পড়ালেখা বাদ দিয়ে কাজে নামতে।

সোহাগ হাওলাদার জানান, আমি একদিন গ্যারেজের কাজ শেষে বাসায় দুপুরের খাবার খাচ্ছি। এখন সময় টিভিতে দেখতে পেলাম, একজন পলিথিন দিয়ে তেল উৎপাদন করেছে। আমি প্রতিবেদনটা ভালভাবে দেখি। আট মাস চেষ্টা করে পরে আমি সফল হই। তবে টিভিতে দেখেছি, সে তেল গুলো আলাদা করতে পারেনি। আর আমি পেট্রোল, ডিজেল, বিটুমিন প্রত্যেকটা আলাদা করতে পেরেছি। গ্যারেজের কাজের ফাঁকে ফাঁকে আমি এ কাজ শুরু করি।

কাজের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এ কাজের জন্য আমি তেলের একটি বড় টিনের ড্রাম (ব্যারেল), ছোট দুইটি কন্টেইনার, ৪ফুট স্টিলের সরু পাইপ ও কয়েক হাত প্লাষ্টিকের পাইপ কিনে কাজ শুরু করি। প্রথমে কিছু সমস্যা দেখা দিলেও তা শুধরে নিয়ে এখন আমি সফল। পরিত্যক্ত পলিথিন টিনের ড্রামে ভরে নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দেই। এরপর ড্রাম থেকে নির্গত গ্যাস এবং জলীয় বাস্প পাইপ দিয়ে প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা পানিতে শীতল হয়ে ছোট কন্টেইনারে জমা হয়। আর বাকী জ্বালানী গ্যাস ষ্টিলের পাইপ দিয়ে বেরিয়ে আসে। ১০ কেজি পলিথিন বর্জ্য দিয়ে ৬ লিটার পেট্রোল, ২ লি: ডিজেল, ১ কেজি বিটুমিন, কেজি কালি এবং ১ কেজি জ্বালানী গ্যাস উৎপাদন করতে সক্ষম হয়েছি। এই পেট্রোল দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি, কোন সমস্যা হয়নি।

পরিবেশের ক্ষতিকর এসব বর্জ্য কাজে লাগাতে পারলে দেশের অনেক টাকা সাশ্রয় হবে, অতিরিক্ত দূষণ থেকে বাঁচবে পরিবেশ। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

দক্ষিন টুটপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেন উজ্বল জানান, পলিথিন পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে। সেই পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করছে। এতে করে একদিকে যেমন ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে উৎপাদিত হচ্ছে বাড়তি জ্বালানি। তার প্রযুক্তি কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু করা যেতে পারে। এ জন্য সরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন রয়েছে।

প্রতিবেশি সুলতানা জানান, পলিথিন থেকে যে জ্বালানি তেল তৈরি করা যায়, সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ছোট বেলা থেকে সোহাগ এখানে বড় হয়েছে। সে মেধাবী কিন্তু অভাবের কারণে পড়ালেখা করতে পারেনি। আর সে এখন এমন এক জিনিসি তৈরি করলো, যা সকলকে অবাক করে দিয়েছে। তবে সরকারের একটুখানি সহযোগিতা পেলে সে হয়তো দেশের উন্নয়নে কাজ করতে পারতো।

সোহাগের এই প্রতিভাকে কাজে লাগাতে চট্রগ্রামের এক কোম্পানি তাকে আমন্ত্রণ জানিয়েছে। তার এসব উদ্ভাবন এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকার সব বয়সী নারী-পুরুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা