স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করা হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মাদকবিরোধী প্রচার অভিযান চলছে। দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যহন্ত অভিয়ান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.