মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুষ্কৃতিকারীদের হামলায় সাংবাদিকসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। সোমবার দিনগত রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিককে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মো. শাহাবুদ্দিন (৫৫) ও সিয়ামকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের দাবী, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের লোকজন এ হামলা চালায়।
তারা জানান, পৌর কাউন্সিলের ঘনিষ্ঠভাজন মো. জসিম ওরফে যশুর নেতৃত্বে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার ২০-২২ জনের একটি গ্রুপ উত্তর ইসলামপুর এলাকায় প্রবেশ করে সোমবার সন্ধ্যায়।
এ সময় তারা উত্তর ইসলামপুর এলাকার ইমন নামে এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এতে স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই গ্রুপটি চলে যায়। পরবর্তীতে রাত ১০ টার দিকে ওই গ্রুপটি উত্তর ইসলামপুর এলাকায় গুলি ছুড়তে ছুড়তে প্রবেশ করে।
এ সময় সাংবাদিক মানিকের ব্যক্তিগত অফিসে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে শাহাবুদ্দিন ও সিয়ামকে মারধর করে। পরে এলাকার ৪-৫ টি দোকানে ভাঙচুর চালিয়ে চলে যায়।
পৌর কাউন্সিলর মকবুল হোসেন বলেন, আমি বর্তমানে অসুস্থ। কেউ ষড়যন্ত্র করে হামলার সঙ্গে আমাকে জড়াচ্ছে। আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, হামলা রখবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগে পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            