সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোট পেছানোর জন্য এবার হাইকোর্টের আপীল বিভাগে গেলেন আইনজীবী অশোক কুমার।
একই দাবিতে ৫ জানুয়ারির রিট হাইকোর্ট খারিজ করে দিলে রিট খারিজের এ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন অশোক কুমার।বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদন করেন।
আগামী রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী। এর আগে গত ১৪ জানুয়ারি ওই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। সেসময় আদালত বলেন, সামনে এসএসসি পরীক্ষা, তাই নির্বাচন পেছানোর সুযোগ নেই। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে, একই কারণে ভোট পেছানোর দাবিতে গত তিন দিন ধরে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা।