নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন হবার কথা ছিল। কিন্তু ঐদিন সরস্বতী পূজার তারিখ হওয়ায় দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর জন্য ৫ জানুয়ারি রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।
এ ব্যাপারে আইনজীবী জানিয়েছিলেন, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এজন্য সিটি নির্বাচন পেছানোর জন্য রিটটি করা হয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.