সান নিউজ ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশে নতুন গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ (৮ মে) এক টুইট বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপ্যিাল ডেপুটি অ্যাসিস্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস।
বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে সেটি নিশ্চিত করাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়েলস।
তিনি বলেন, বাক স্বাধীনতাকে গণতন্ত্রের ভিত্তি। এই মহামারির সময়ে এটি মানুষের জীবন রক্ষা করতে পারে।
এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এই টুইটে লিখেছেন, জনস্বাস্থ্য সেবা দেওয়ার জন্য নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য পরিবেশন করতে মুক্ত ও স্বাধীন মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার এই মহামারির মধ্যে সাংবাদ কর্মীদের ঠিকমতো কাজ করতে দেওয়া অত্যন্ত জরুরি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.