মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দিঘীরপাড় বাজারের রহমানিয়া আজাদ ফার্মেসির মালিক মো. দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে আল আজিজ ড্রাগ হাউজের মালিক মো. নবীদুর রহমানকে ১২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।
এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, দিঘীরপাড় বাজারে দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশ দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সাননিউজ/আরপি