উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭ সেশন) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক রাশেদুল ইসলাম ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
এতে সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে জিয়াউল হাসান পলাশ এবং ২০ ভোট পেয়ে মাসউদুল আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আল আমিন তালুকদার ও আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলোক সাহা ২৭ ভোট পেয়ে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল এবং নির্বাহী সদস্য পদে এস. এম. রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম. সবুজ ও তরুণ সরকার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত ও তরুণ সরকার সমান ভোট পাওয়ায় সিনিয়র হিসেবে চিত্তরঞ্জন দত্ত তার পদটি সন্তানতুল্য তরুণ সরকারকে মনোনীত করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আক্কাস সিকদার সভাপতি, আব্দুল মান্নান তাওহীদ দপ্তর সম্পাদক এবং মো. রাজু খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
সাননিউজ/আরপি