নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরীতে আজ ২৫ মার্চ বুধবার থেকে ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটানো শুরু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর আগে ২৪ মার্চ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ছয়জন। এদের মধ্যে একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫।
এদিকে এ পর্যন্ত দেশে মোট ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেল।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.