আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও চীনে এর প্রভাব কমতে শুরু করেছে। তবে চীনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট দাবি করছে, দেশটি করোনার তথ্য নিয়ে মিথ্যা কথা বলছে।
কারণ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটটি বলছে, ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে কেনাকাটার জন্য চীনের নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। তবে এবার চীনে প্রায় ২ কোটি ১৫ লাখ মানুষ এখনো তাদের মোবাইলে রেজিস্ট্রেশন করেননি।
তবে চীনের সরকারের পক্ষ থেকে এখনো এ নিয়ে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, এই ২ কোটি ১৫ লাখ মানুষ কোয়ারেন্টাইনে আছেন অথবা মারা গেছেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিশ্বে করোনার প্রকোপ কম দেখাতে চীনের সেনাবাহিনী হয়তো এই ২ কোটি ১৫ লাখ মানুষকে হত্যা করেও থাকতে পারে।
চীনের সরকারের দেয়া তথ্য অনুযায়ী গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২শ ৮৫ জন এবং মারা গেছেন ৩ হাজার ২শ ৮৭ জন। সূত্র: ডেইলি স্টার।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.