খুলনা প্রতিনিধি:
সরকারের খাদ্য বিভাগের বস্তা সরবরাহের জন্য প্রায় এক মাস পর খুলনাঞ্চলের আটটি জুট মিল আংশিকভাবে চালু করা হয়েছে।
২৬ এপ্রিল রবিবার শ্রমিকরা মিলে প্রবেশ করে ভোর ৬টা থেকেই উৎপাদন শুরু করে।
উৎপাদন শুরু হওয়া পাটকলগুলো হচ্ছে, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল ও জেজেআই জুট মিল।
বিজেএমসির খুলনা আঞ্চলিক সম্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা জানান, করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে মিল বন্ধ থাকার পর রবিবার থেকে আবার চালু হয়েছে।
খাদ্যবিভাগ ও বিএডিসির জরুরি বস্তা সরবরাহের জন্য খুলনার কার্পেটিং জুট মিল ছাড়া অন্য সবকটি মিল আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি।
তবে মিলগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ করছে বলে জানিয়েছেন মিলের প্রকল্প প্রধানরা।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.