বিনোদন

ক্যামেরার সামনে এবার নোবেলের স্ত্রী!

বিনোদন ডেস্ক:

ভারতীয় ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল একের পর এক বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন।

তবে এবার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচারণ কিংবা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সংবাদ শিরোনাম নয়। এবার গায়ক মডেল বিনোদন সংবাদের শিরোনাম হয়েছেন নিজের গানের মিউজিক ভিডিওতে স্ত্রীকে মডেল বানিয়ে। নিজের প্রথম মৌলিক গান ‘তামাশা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সালসাবিল মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে সারা দিন তাঁর নিজ বাসা নিকেতনে শুটিং হয়েছে গানটির ভিডিওর।

নোবেল বলেন, ‘আমার প্রথম গান বড় আকারেই শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছোট পরিসরে নিজ বাসাতেই শুটিং করছি। গানে আমার বউকে মডেল করেছি।’

স্ত্রীকে মডেল কেন? এই গায়ক বলেন, ‘করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে থেকে এখন মডেল নেওয়া সম্ভব নয়। তা ছাড়া আমার বউ যথেষ্ট সুন্দরী। মিউজিক ভিডিওর মডেল হিসেবে বেশ মানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে করে মিউজিক ভিডিওর মডেল খরচটাও বেঁচে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম। বলতে পারেন একটা ইতিহাস হয়ে থাকল। তা ছাড়া আমার আগামীর গানগুলোতেও আমার বউকেই মডেল হিসেবে রাখার চেষ্টা করব।’

গানের ভিডিওতে মডেল হওয়া সালসাবিলের কাছে প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি তো এভাবে কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি। আমার অভিজ্ঞতা নেই। কিন্তু আমার স্বামী সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়ে কাজটি করাচ্ছেন। যেহেতু আপন মানুষের সঙ্গে কাজ হচ্ছে, তাই তেমন একটা সমস্যাও হচ্ছে না।’

ভয় লাগছে কি? জানতে চাইলে সালসাবিল বলেন, ‘না, কোনো নার্ভাস বা ভয় লাগছে না। কারণ নোবেল প্রতিটি দৃশ্যেই সাপোর্ট দিচ্ছেন। হাতে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন। ক্যামেরাম্যান ভাই কাজটিতে আমাকে সহজ করতে উৎসাহ দিচ্ছেন।’

স্বামীর প্রথম মৌলিক গানের ভিডিওতে থাকতে পেরে দারুণ খুশি তিনি। সালসাবিল বলেন, ‘আমি তো কোনো দিন ভাবিনিই এভাবে গানে মডেল হিসেবে কাজ করব। কাজটি করছি, খুব ভালো লাগছে। এখন দেখা যাক কাজটি শেষ হলে পর্দায় কেমন দেখাবে আমাকে। দেখার জন্য অধীর অপেক্ষায় থাকব আমি।’

‘তামাশা’ গানটির লেখা ও সুর জিহানের। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরী। ভিডিও নির্মাতা নাজমুল হাসান।
নোবেল জানালেন, দু–এক দিনের মধ্যেই গানটির প্রোমো ‘নোবেলম্যান’ ইউটিউবে প্রকাশিত হবে। এরপর ৭ জুন একই চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার কথা আছে।

প্রসঙ্গত, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন ত্রিপুরার বিলোনিয়ার সুমন পাল। স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৪৮৪ রানে ২য় দিন শেষ করলো বাংলাদেশ

মুশফিকুর রহিম আউটের পরপরই একের পর এক উইকেট হারাতে থাকলো টাইগাররা। শেষ বিকেলে...

এনসিপির কর্মসূচি ঘোষণা; দেশব্যাপী পালনের নির্দেশ

দেশব্যাপী পালনের জন্য এনসিপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জুলাই গণহত্যার বিচার,...

গিলক্রিস্টকে টপকে মুশফিকের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বরে...

জিআই পণ্য হাড়িভাঙ্গা আম সংগ্রহ উৎসব ২০২৫- এর উদ্বোধন

জিআই পণ্য হাড়িভাঙ্গা আম সংগ্রহ উৎসব ২০২৫ এর উদ্বোধন ও আম চাষীদের সাথে মতবিনিম...

৩ ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রাম

তিন ঘণ্টার অতি ভারি বর্ষনে চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছ...

৪৮৪ রানে ২য় দিন শেষ করলো বাংলাদেশ

মুশফিকুর রহিম আউটের পরপরই একের পর এক উইকেট হারাতে থাকলো টাইগাররা। শেষ বিকেলে...

জিআই পণ্য হাড়িভাঙ্গা আম সংগ্রহ উৎসব ২০২৫- এর উদ্বোধন

জিআই পণ্য হাড়িভাঙ্গা আম সংগ্রহ উৎসব ২০২৫ এর উদ্বোধন ও আম চাষীদের সাথে মতবিনিম...

সামরিক হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে যুক্তরাষ্ট্রের: খামেনি

ইরান-ইসরাইল সংঘাতে যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তবে তাদের ‘অপূরণীয় ক্...

ইরান-ইসরায়েল যুদ্ধ আর কতদিন চলতে পারে

ইরান-ইসরায়েল যুদ্ধ আর কতদিন চলতে পারে। তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র ঠ...

মেটার নতুন সিদ্ধান্ত; ফেসবুকে থাকছে না ভিডিও!

মেটার নতুন সিদ্ধান্ত; ফেসবুকে থাকছে না ভিডিও! ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা