ইউনিয়নিস্তাসকে ৩-১ ও ক্লাব ইবিজাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত কেরেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
গতরাতে ইউনিয়নিস্তাসের মাঠে এই জয় পায় রিয়াল। রিয়ালের পক্ষে গোল করেন গ্যারেথ বেল ও ব্রাহিম দিয়াস।
খেলার ১৮মিনিটে বেল প্রতিপক্ষের ডি-বক্সে শট নিলে ইউনিয়নিস্তাসের খেলোয়াড়ের পায়ে বল লেগে জালে জড়ায়। ৫৭ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে খেলা সমতায় আনেন ইউনিয়নিস্তাসের আলভারো রোমেরো।
তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজ দলের স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরার আত্মঘাতি গোলে আবারও পিছিয়ে যায় তারা। পরে খেলার অতিরিক্ত মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস ব্যবধান বাড়ালে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় রিয়ালের।
এদিকে, আরেক ক্লাব ইবিজাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির দুটি গোলই করেন অঁতোয়ান গ্রিজমান।
লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকেকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ইউডি ইবিজার বিপক্ষে অধিনায়ককে বিশ্রামে রেখে দল সাজান নতুন কোচ কিকে সেঁতিয়েন। চোটের কারণে ছিলেন না উসমানে ডেম্বেলে ও লুইস সুয়ারেজ ।
নিয়মিতদের না থাকার ম্যাচে মূল দায়িত্ব পরে অ্যান্টনিও গ্রিজম্যানের ওপর। গ্রিজম্যানও হতাশ করেননি বার্সা সমর্থকদের। জোড়া গোল করেন ফরাসি এই তারকা। ইবিজার একমাত্র গোলটি জাভি পেরেজের।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.