ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে মতবিনিময় সভা 

ভোলা প্রতিনিধি: কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলার চরফ্যাশনে প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-২) প্রকল্প সহযোগীতায় সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হুসাইন।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহে আলম।

আরও পড়ুন: ঠিকানা পরিবহনে আগুন

এ সময় বক্তব্য রাখেন- চর মাদ্রাজ ইউনিয়ন সচিব মেহেদী হাসান আলম, পরিবার কল্যাণ পরিদর্শকদের (এফপিআই) আহাদ আলী, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর চরফ্যাসন উপজেলার সভাপতি মনির আসলামী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করে তারুণ্যের কন্ঠস্বরের চরফ্যাশন উপজেলার ভলেন্টিয়ার তরিকুল ইসলাম।

সভায় চরফ্যাশন উপজেলার ৪ টি ইউনিয়নের এফপিআই সদস্য, ইউনিয়ন সচিব, সাংবাদিক, তারুণ্যের কন্ঠস্বরের উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অবরোধ ডেকে মাঠে নেই নেতারা

এ সময় বক্তরা বলেন, ২০৪১ সালে উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে কিশোর-কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। প্রত্যন্ত এলাকার অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে বাল্য বিয়ে দিয়ে থাকে।

ফলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ব্যাহত হয়। তাই মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে বয়ঃসন্ধিকাল, মাসিক, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সঠিকভাবে পাঠদান নিশ্চিত করার কথা জানান।

পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরী কর্নার কেন্দ্রিক সেবাদানকারীদের আন্তরিক হওয়ার কথা বলেন। বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ রোধ করতে পারলে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে বলে মতামত প্রকাশ করেন।

আরও পড়ুন: ভোটার নিয়ে উদ্বিগ্ন নয় আ’লীগ

তাই এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে চরফ্যাশন উপজেলার তরুণরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যৌনতা সম্পর্কে সিদ্ধান্ত ও নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়ে দাবি করতে পারবে।

এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সহকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা হয়।

এছাড়া স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি সচল ও সক্রিয় করা হয়ে থাকে। তরুণদের বিষয় ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করা হয়।

ভোলা সদর বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার তরুনদের দক্ষতা ও প্রজনন স্বাস্থ্যসেবা ও সেবার মান বৃদ্ধিতে কাজ করে থাকেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য শুরু হওয়া আপি...

নদীর পাড়ে চলছে মাটিখেকোদের দৌরাত্ম্য, ভাঙন আতঙ্কে গ্রামবাসী

মাদারীপুরের প্রধান দুটি নদী—আড়িয়াল খাঁ ও কুমার নদীর পাড়ের মাটি কেটে নিচ...

জোহরান মামদানির জয়ে ট্রাম্পের হুশিয়ারি

নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্ব...

খালেদা জিয়ার সিদ্ধান্তে মনোনয়ন পেলেন সিলেটের আরিফুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক মেয়র আর...

লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা চক্রের সদস্য গ্রেপ্তার

লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশী প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায়ের অপরাধে মানব...

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা