নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : সংবিধানের বাইরে ভোটের সুযোগ নেই
বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৯৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন : নির্বাচনে অনেক ভোট পড়বে
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৫ হাজার ৮১২ জন। মারা গেছেন ১ হাজার ৬১৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮১ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
সান নিউজ/এমআর