কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১০৪ বোতল সিনা এলকোহল ও ১২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লক্ষ ৭ হাজার ছয়শত টাকা।
সোমবার (০৫ জানুয়ারি) রাত ১০টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১টার সময় ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে ১১০৪ বোতল সিনা এলকোহল ও ১২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
মালিকবিহীন অবস্থায় আটককৃত এলকোহল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাননিউজ/আরআরপি