কুষ্টিয়ার দৌলতপুরে দোকানের সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে রফি মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রফি মণ্ডল পচাভিটা গ্রামের মৃত মত আলী মণ্ডলের ছেলে। এসময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন— দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইউসুফ (৪৫) এবং একই এলাকার আবু সিদ্দিকের ছেলে রফজেল (৪৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় পচাভিটা গ্রামের একটি চায়ের দোকানের সামনে রফি মণ্ডল বসে ছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হন। দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা ধাওয়া দিকেও গুলি ছোড়ে। এসময় ইউসুফ ও রফজেল নামে আরও দুইজন গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদশা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় পচাভিটা গ্রামের একটি দোকানের সামনে রফি মণ্ডল বসে ছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সাননিউজ/আরপি