নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার মূল আসামি রতনকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০–এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, কামরাঙ্গীরচরে ধর্ষণের মূল আসামি রতন সাভার ব্যাংক কলোনি এলাকায় পালিয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন র্যাবকে জানিয়েছেন, প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে এ কাজ করেছেন তিনি । রতন কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান। গ্রেপ্তারের পর তাঁকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রতন, হাসান, সবুজ, রনি, সিফাত এবং ওই কিশোরীর এক বান্ধবীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর আসামীদের সবাইকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান জানান, ‘কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ১৩ বছরের ওই শিশুকে পাঁচ জন মিলে ধর্ষনেণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি অসুস্থ থাকায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়’।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.