স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের তাণ্ডবে এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব ব্যবস্থা। এশিয়া, ইউরোপ থেকে শুরু করে আমেরিকা অঞ্চলে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। কোভিড-১৯ রোগের বাজে প্রভাব এখন পড়েছে বাংলাদেশেও।
তবে এ অবস্থায় কিছু শ্রেণি পেশার মানুষের চোখে নেই কোনো ঘুম। দিন রাত পরিশ্রমের কারণে বিশ্রামেরও সুযোগ পাচ্ছেন না তারা। বিশেষ করে চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী ও পুলিশের কাজ বেড়ে গেছে কয়েক গুণ। আর এই পেশার মানুষদের শুভেচ্ছা স্যালুট জানিয়েছেন সাকিব আল হাসান।
২৪ মার্চ মঙ্গলবার নিজের ৩৩তম জন্মদিন পালন করা সাকিব ফেসবুকের অফিসিয়াল পেজে এ নিয়ে একটি পোস্ট দেন।
সাকিব তার পোস্টে লিখেছেন, "সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারী কর্মকর্তাদের যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো, বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।'
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯ জন যাদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.