জাতীয়

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ইউএসএআইডি’র সহায়তা

সান নিউজ ডেস্ক:

নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ উচ্চ ঝুঁকিসম্পন্ন বাংলাদেশসহ ২৫টি দেশকে ৩৭ মিলিয়ন ডলার অর্থিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ১২ মার্চ বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সংক্রামক রোগ প্রতিরোধে জরুরি সংরক্ষিত তহবিল থেকে এ অনুদান দেওয়া হবে।

মার্কিন রাষ্ট্রদূত মিলার ১১ মার্চ এই অর্থ সহায়তা ও এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কর্মপরিকল্পনা জানাতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় কীভাবে উভয় দেশের কার্যক্রম সমন্বয় করা যায় এবং কোন কোন খাতে ভবিষ্যতে অর্থ বরাদ্দ করা যায় সে বিষয় নিয়েও তারা আলোচনা করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার এ অর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশে ইউএসএআইডির প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমকে প্রদান করছে।

এটি যুক্তরাষ্ট সরকারের প্রথম তহবিল, যা তাদের ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সাম্প্রতিক একটি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেয়া হচ্ছে।

ইউএসএআইডির এই অর্থ তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরমধ্যে:

(১) স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি ) পদ্ধতি জোরদার করা।
(২) নমুনা পরিবহন এবং যথাস্থানে প্রেরণ (রেফারেল) ব্যবস্থা উন্নয়ন। এবং
(৩) ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য যোগাযোগ ও প্রচার। এটি স্বাস্থ্যখাতে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্র সরকারের চলমান অন্যান্য বিনিয়োগকে আরো শক্তিশালী করবে।

ইউএসএআইডি সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ মোকাবেলায় দ্রুত রোগনির্ণয়, আক্রান্তের ব্যবস্থাপনা, আইপিসি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৭ লাখ ডলার প্রদান করছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এরইমধ্যে ১১৯ টি দেশে মহামারি আকারে ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে। বিধায় এ বিষয়ক বৈশ্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ইউএসএআইডি তাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানান মিলার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী’র সম্মেলন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ডিভোর্স নিয়ে যা বললেন রাজ 

বিনোদন ডেস্ক: অবশেষে ভেঙেই গেল ঢা...

২২ দিন ইলিশ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রধান...

দাম না পেয়ে পুঁজি হারানোর শঙ্কায় পাটচাষিরা

বেনাপোল প্রতিনিধি: পাট চাষে উৎপাদ...

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী...

একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে বার্ড এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বার্ড এআই গু...

বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের লিখিত পরীক...

ডিএমপির ৩ কর্মকর্তাকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী...

ভারত থেকে আমদানি করবে ৬ কোটি ডিম

নিজস্ব প্রতিবেদক: ডিমের বাজারে স্...

অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজিচাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা