সিান নিউজ ডেস্ক:
দেশের ক্রমবর্ধমান করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা করতে চীনের একটি মেডিকেল টিম বাংলাদেশে আসছে। যে টিমে আছেন চিকিৎসক, নার্স এবং বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ।
পবিত্র রমজান উপলক্ষে ২৬ এপ্রিল রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
তিনি বলেন, 'এ মহামারি মোকাবিলায় উন্নত ও সুন্দর ভবিষ্যতের জন্য চীন বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে একত্রে কাজ করবে। এরইমধ্যে চীনা চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল ইরান, ইরাক, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, পাকিস্তান এবং আফ্রিকার অন্যান্য মুসলিম দেশে প্রেরণ করা হয়েছে।'
চীনা রাষ্ট্রদূত বলেন, 'চীন দৃঢ়ভাবে বিশ্বাস করে কেবল সংহতি ও সহযোগিতার মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় এই মহামারির বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে এবং মানবতাকে রক্ষা করতে পারে।'
তিনি আরও বলেন, 'ঢাকায় চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার যা পুরোপুরি চীনের অর্থায়নে নির্মিত, এটি কোভিড-১৯ রোগীদের একটি অস্থায়ী হাসপাতালে পরিণত হবে।'@
বাংলাদেশ এ বিষয়ে একটি প্রস্তাব দিলে চীনের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশ এখনও মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে।
রাষ্ট্রদূত জিমিং বলেন, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মহামারি মোকাবিলায় বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে চীন দৃঢ়ভাবে কাজ করছে। খবর: ইউএনবির।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.