আন্তর্জাতিক

করোনা আতঙ্কে চীনে নির্বিচারে পোষা প্রাণী হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে অস্বাভাবিক জীবন যাপন করছে চীনের মানুষ। কিছুতেই রোধ করা যাচ্ছে না এর বিস্তার। এমন অবস্থায় করোনাভাইরাস নিয়ে নতুন এক আতঙ্ক তৈরি হয়েছে চীনাদের মধ্যে। ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে- এ ধারণা থেকে নির্বিচারে চলছে পোষা প্রাণী হত্যা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের খবরে এ তথ্য জানা যায়।

এর আগে জানুয়ারিতে চীনের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ভাইরাস প্রতিরোধ করতে হলে পোষা প্রাণীদের থেকে মানুষকে আলাদা রাখতে হবে। কারণ প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা বেশি।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওই বিশেষজ্ঞের দাবি নাকচ করে জানায়, পোষা প্রাণী থেকে ভাইরাস ছড়ানোর কোনো ঝুঁকি নেই।

ডব্লিউএইচও'র এ বক্তব্যের পরও চীনের সিচুয়ান প্রদেশের নানচংয়ের পেংআন শহরের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে পোষা প্রাণীদের হত্যার চিত্র দেখা গেছে বলে এক প্রতিবেদনে দাবি করছে দ্য ডেইলি স্টার।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘চীনের সিচুয়ান প্রদেশের নানচংয়ের পেংআন শহরে সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে পোষা বিড়াল কুকুরকে হত্যা করতে দেখা গেছে। নানচং মিসিং অ্যানিমেল এইড গ্রপ নামের একটি সংগঠন দাবি করে, সিচুয়ান প্রদেশে জোর করে মানুষের কাছ থেকে পোষা প্রাণী নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। এছাড়া চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতেও নির্মমভাবে প্রাণী হত্যার বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট দেখা গেছে। সেখানে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি রক্তাক্ত কুকুরকে ট্রাকের পেছনে রেখে নিয়ে যাওয়া হচ্ছে।’

এর আগে গত সপ্তাহেও চীনের নানচং প্রদেশে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করার ফুটেজ প্রকাশিত হয়েছিল। প্রাণী অধিকার সংস্থাগুলো করোনা ভাইরাসের নামে প্রাণী হত্যা বন্ধের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা