স্পোর্টস ডেস্ক:
বিশ্ব করোনা পরিস্থিতিতে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১ হাজার ১৩২ জন । এছাড়া আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৮৮ হাজার ৬৮৮ জন।
এর মধ্যে আশার কথা সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২৩ হাজার ৭৪২ জন।
এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৮৪৩ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ৫০৪ জন।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৫১ জন।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.