বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে এবার হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ প্রাণ হারালেন। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর।
ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিমের মৃত্যুর খবর নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।
অ্যালেক্স লিখেছেন, "গত সপ্তাহে করোনাভাইরাসে আমার ধর্মমাতা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথ মারা গেছেন। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সফল তিনি।"
সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।
ইংল্যান্ডের লিভারপুলে হিলারির জন্ম। তার হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোযোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দান করে গেছেন।
করোনাভাইরাসে একের পর এক মৃত্যুর সংবাদে বিশ্ব বিনোদনে নেমে এসেছে শোকের ছায়া। আর দর্শকদের মনে দাগ কেটে যাচ্ছে এসব দুঃসংবাদে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.