নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে। নতুন করে মৃতদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৪ জন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিং'এ বলা হয়, নতুন করে ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৮২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান।
ব্রিফিং'এ করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.