নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।
এছাড়া, নতুন ২৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৩৮ জনে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও জানান, এপর্যন্ত নতুন ৯ জন সুস্থ হওয়ায় মোট ৫৮ আরোগ্যলাভ করে বাড়ি ফিরে গেছেন।
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন তিনি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.