ইন্টারন্যাশনাল ডেস্ক:
ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাস-এ আক্রান্ত হয়েছেন। এ কথা জানানো হয়েছে রাজ পরিবারের এক ঘোষণাতেই।
বাকিংহাম প্রাসাদ বলা হয়েছে ৭১-বছর বয়সী যুবরাজের দেহে সামান্য উপসর্গ দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত প্রিন্স চার্লসের স্বাস্থ্যের অন্য কোন সমস্যা দেখা যায়নি বলে জানানো হয়েছে।
তবে চার্লসের স্ত্রী ক্যামিলার পরীক্ষা করানো হলেও তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি।
চার্লস এবং ক্যামিলা দুজনেই এখন ব্যালমোরাল প্রাসাদে স্বেচ্ছায় কোয়ারিন্টিনে রয়েছেন।
প্রিন্স চার্লসের প্রাসাদ ক্ল্যারেন্স হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, " সর্ব-সম্প্রতি সময়ে প্রিন্সের অনেকগুলো রাজকীয় অনুষ্ঠান ছিল। ফলে সংক্রমণ কার থেকে হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.