ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কোনভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৪৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬ হাজার ৮ জনে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৭৩ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮ লাখ ৭৩ হাজারের বেশি।
রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল নতুন করে যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ৬৮৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯৪১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৬৩৩ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে মারা গেছে ৪১৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৩২ জনে। আক্রান্ত সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।
স্পেনে গত নতুন করে মারা গেছে ২৮৮ জন। আগের দিন ছিলো ৩৭৮ জন। মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ১৯০ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন।
ইতালিতে নতুন করে মারা গেছে ২৬০ জন। এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন।
ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ২৪২ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ২২ হাজার ৮৫৬ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ১০০ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪৪ হাজার ৯০৩ জন।
গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ১৭৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪ জনে। আক্রান্ত ৪৬ হাজারেরও বেশি।
করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীনে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৩২ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.